logo
news image

লালপুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় র‌্যাবের অভিযান-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুর উপজেলার রহিমপুর ও উধনপাড়া  গ্রামে র‌্যাবের অভিযানে ভেজাল গুড় তৈরীর অভিযোগে পাঁচ কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমান আদালত।  এ সময় ভেজাল গুড়, আটা, চিনিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র‌্যাব।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি কর্তৃক নাটোর জেলার লালপুর থানাধীন রহিমপুর ও উধনপাড়া গ্রামে  পৃথক পৃথক দুইটি স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।  উক্ত মোবাইল কোর্ট কর্তৃক চিনি-২৯০০ কেজি, ময়দা-৬৬৬ কেজি, ভোজাল গুড় ১৯৮০ কেজি, ক্ষতিকর রং ০৪ কেজি, ফিটকারী ০৪ কেজি, হাইড্রোস ০১ কেজি, বড় কড়াই ০৩ টি সহ আসামী মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-মুল্লুক চাদ, মোঃ রুবেল (২২), পিতা-ফলান আলী, মোঃ মানিক (৩৫), পিতা-মৃত লহর, মোঃ পিটন আলী (২৬), পিতা-মোঃ হকমান আলীম সর্ব সাং-রহিমপুর, মোঃ মোজাম্মেল হক (৪০), পিতা- আঃ রউফ, সাং- উধনপাড়া, সর্ব থানা-লালপুর, জেলা-নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।  ভ্রাম্যমান আদালত কর্তৃক উপরোক্ত ০১ নং হতে ০৪ নং আসামীর প্রত্যেকের ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ০৫ নং আসামী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সর্ব মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।  ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধার ও জব্দকৃত চিনি ও ময়দা মাদ্রাসায় প্রদান করা হয়।   অন্যান্য আলামত সমূহ ধ্বংস করা হয়।  

সাম্প্রতিক মন্তব্য

Top