logo
news image

সিংড়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)
 ‌'ধর্ম যার যার, রাষ্ট্র সবার' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।  শনিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক বাবু গোপাল বিহারী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাড.জুনাইদ আহমেদ পলক এমপি।  উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নাটোরের মেয়র উমা চৌধুরী জলি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু চিত্তরঞ্জন সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top