logo
news image

বগুড়ায় জেলার শ্রেষ্ঠ এএসপি আলমগীর-ওসি বদিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া।  ।  
বগুড়ার জেলার শ্রেষ্ঠ চৌকস সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) মোঃ আলমগীর রহমান ও শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান। সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় তাঁরা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বগুড়া জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন, সহকারী পুলিশ সুপার বৃন্দ ও জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুনরায় জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার কর্মকর্তা হিসেবে নির্বাচিত করায় পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর থানার ওসিসহ অফিসার ও ফোর্সবৃন্দ।
মাদক, সন্ত্রাস, অনেক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় জেলা পুলিশ সুপার এ পুরস্কার প্রদান করেন।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top