logo
news image

নাটোরে সড়ক দুর্ঘটনায় বড়াইগ্রামের ইউএনওসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরে সড়ক দুর্ঘটনায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ভ্যানচালক ওলিলুর রহমানকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ভ্যানচালক ওলিলুর রহমান সদর উপজেলার সুলতানপুর এলাকার হাসেন আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ নিজ এলাকা থেকে সরকারি গাড়িতে জেলা সদরে আসছিলেন। পথে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে একটি অটোভ্যানকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়।
এতে ইউএনও এবং তার গাড়ি চালক, পিয়ন ও ভ্যান চালক ওলিলুর রহমান আহত হয়।
এর মধ্যে গুরুতর অবস্থায় ভ্যানচালককে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ভ্যানটি পার্শ্ব সড়ক থেকে নাটোর-ঢাকা মহাসড়কে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক শাহিনা খাতুন ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, তার গাড়ি চালক ও পিয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

* মঅাকস ৪৪৬০, ২১.০৯.১৮

সাম্প্রতিক মন্তব্য

Top