logo
news image

শাবি সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী উৎসব শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তী উৎসব আগামী শুক্রবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘সমাজবিজ্ঞান বিভাগ রজত জয়ন্তী-২০১৮’ এর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন- শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ডিস্টিংগুইশ স্পিকার হিসেবে থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. আই. মাহাবুব, কিনোট স্পিকার হিসেবে থাকবেন- শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন- শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের কনভেনার হিসেবে আছেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হোসেন রাইহান, আশীষ কুমার বণিক।
অনুষ্ঠানের দিন শুক্রবার সকাল নয়টায় রেজিস্ট্রেশন ও গিফট বিতরণ, দশটায় উদ্বোধনী অনুষ্ঠান, সাড়ে বারোটায় র‌্যালি, একটায় নামাজ ও দুপুরের খাবারের বিরতি, তিনটায় অ্যালামনাই সাধারণ সভা, চারটায় স্মৃতিচারণ, পাঁচটায় সাংস্কৃতিক সন্ধ্যা, আটটায় ব্যান্ড আর্কের পরিবেশনা থাকবে। এখন পর্যন্ত ৫০০ জনের মত রেজিস্ট্রেশন করেছে। এছাড়া শুক্রবার সকালে স্পট রেজিস্ট্রেশন করা যাবে।

সাম্প্রতিক মন্তব্য

Top