logo
news image

বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক কামরুল শিক্ষিকা শাকিলা

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং পাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা আফরীন শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সেরা নির্বাচিত করা হয়। সোমবার উপজেলা শিক্ষা অফিস থেকে প্রকাশিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি ইউএনও নাসরিন বানু শিক্ষক কামরুল ও শিক্ষিকা শাকিলাকে উপজেলার শ্রেষ্ঠ ঘোষনা করেন। স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনা, সমাপণী পরীক্ষায় সফলতা অর্জনসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাঁদের সেরা নির্বাচিত করা হয়। এর আগে গত বছরেও ওই দুই শিক্ষক উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিলেন।  

সাম্প্রতিক মন্তব্য