logo
news image

বড়াইগ্রামে নগর ইউনিয়ন জাতীয়পার্টি দ্বিবার্ষীক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক , বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন জাতীয়পার্টি দ্বিবার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৭.০৯.১৮ ইং) উপজেলার ধানাইদহ বাজারে নগর ইউনিয়ন জাতীয়পার্টির সাধারন সম্পাদক রেজাউল করিম সালাম এর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং একাদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের মনোনায়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনের আলোচনা সভায় নগর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহেল রানা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খাদেমুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, নাটোর জেলা ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইন, উপজেলা যুবসংহতির সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ ব্যাক্তিবর্গ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।
আলোচনাসভা শেষে কর্মীদের প্রস্তাব সমর্থন এর মাধ্যমে আব্দুল আজীজকে সভাপতি, রেজাউল ইসলামকে সাধারন সম্পাদক এবং আনোয়ার হোসেনকে সাংগঠনিক কমিটি ঘোষনা করেন। উক্ত কমিটি আমাগী ৭ দিনের মধ্যে ৫১ বিশিষ্ট কমিটি গঠন করবে।
মঅাকস ১৭.০৯.১৮, ৪৪৬০

সাম্প্রতিক মন্তব্য

Top