logo
news image

ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী।  ।  
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপিকে দেখতে গিয়েছিলেন। গত সোমবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময়ে নাসিম তার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (৮২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের আগে থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। ঈদুল আজহার নামাজের পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা আনা হয়।
মঙ্গলবার ভূমিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা জানান, বর্তমানে ভূমিমন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। দুয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল হতে রিলিজ দেয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top