logo
news image

বাগাতিপাড়ায় সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর-বাগাতিপাড়া প্রধান সড়কে মালঞ্চি রেলগেট এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, থ্রি হুইলারের অবৈধভাবে রাস্তা দখল করে অটোস্ট্যান্ড করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে । মঙ্গলবার বিকালে ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে মালঞ্চি রেলগেট এলাকায় অটোস্ট্যান্ড করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে তিন অটো চালক চংধুপইল গ্রামের মিজান, লক্ষণহাটীর বাবুল হোসেন ও সান্ন্যাল পাড়ার গোলাম হোসেনকে জরিমানা করা হয়।
এছাড়াও কাগজপত্র ও হেলমেট না থাকার অভিযোগে চার মোটরসাইকেল চালককে রামনগরের দ্বীপ সরকার, ভাটোপাড়ার শহিদুল ইসলাম, কোয়ালীপাড়ার সাইফুল ইসলাম এবং রাজশাহীর বাঘার মাহাবুর ইসলাম এর বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ আইনে মামলা দিয়ে ২ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top