logo
news image

বুধবার চাঁদ দেখা গেলে রোজা শুরু বৃহস্পতিবার

বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। চাঁদ দেখা না গেলে হিজরী শাবান মাস ৩০ দিন পূর্ণ করে শুক্রবার থেকে শুরু হবে মাহে রমজান।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের  সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি :
রমজান মাসের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সকাল ১০টায় র‌্যালি ও ধর্মীয় সমাবেশের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। র‌্যালিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ সচিবালয় এবং জিপিও হয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ৫ সহস্রাধিক আলেম-ওলামা ও খতিব-ইমাম এই র‌্যালি ও সমাবেশে অংশ নিবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top