logo
news image

মায়ের উৎসাহ ছাড়া আমি মোনালিসা হতে পারতাম না

মায়ের কাছ থেকেই সততা ও নীতিবোধের শিক্ষা প্রথমে পেয়েছি। এখনো মায়ের পরামর্শ ছাড়া চলতে পারি না।’ কথাগুলো মা দিবসে  বলেছেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা।

মোনালিসার মা মমতাজ বেগম মেয়েকে ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী হতে শিখিয়েছেন। মিডিয়ায় মোনালিসা যখন পথচলা শুরু করেছে তখন  আমি ওকে একা কোথাও ছাড়িনি। সঙ্গেই ছিলাম। আজ মেয়ের জন্য আমার নিজের জন্য অনেক গর্ব হয়।’

মোনালিসা তাঁর এত দূর আসার পেছনে পুরো কৃতিত্ব দিতে চান তাঁর মাকে। বললেন, ‘মায়ের উৎসাহ ছাড়া আমি মোনালিসা হতে পারতাম না। সব অবদান মায়ের।’

মোনালিসার নাম রেখেছেন তাঁর মা-বাব। মোনা নামটি রেখেছেন তাঁর বাবা আর লিসা নামটি রেখেছেন তাঁর মা।

মায়ের উৎসাহে ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন মোনালিসা। এক সময় নৃত্যশিল্পীই শুধু হতে চেয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে মডেলিং ও অভিনয় জগতে পা  রাখেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

সাম্প্রতিক মন্তব্য

Top