বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ার মাঠের মধ্যে কাতিকলাই জমি থেকে তপন চৌধুরী (৩৪) নামের এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ
এমিরেটস আইকনিক বিউটি ব্র্যান্ড ডিওর এবং টেকসই হেয়ার কেয়ার ব্র্যান্ড ডেভিনসের সহযোগিতায় এমিরেটস হেডকোয়ার্টার দুবাইতে কেবিন ক্রুদের জন্য একটি বেসপোক বিউটি হাব উদ্বোধন করেছে। এমিরেটস কেবিন ক্রুদের জন্য একচেটিয়া এবং নিমগ্ন সৌন্দর্যের অভিজ্ঞতা দেওয়ার জন্য এ ডিজাইন করা হয়েছে।